কালাইয়ে মসজিদের পুকুর থেকে মাছ লুট, গ্রামবাসীর ক্ষোভ
জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া গুচ্ছগ্রামে মসজিদ উন্নয়ন তহবিলের জন্য চাষকৃত মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একদল ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৮ অক্টোবর) ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পুকুরে জেলে নামিয়ে অন্তত ১০ মণ মাছ ধরে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি (ভিপি) খতিয়ানভুক্ত ‘চ্যানরাল’ নামের ওই পুকুরে তিন মাস আগে মসজিদের উন্নয়ন তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে প্রায় ৫০ হাজার টাকার রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন গ্রামবাসী। নিয়মিত পরিচর্যার ফলে মাছগুলো বড় হতে থাকলেও বুধবার ভোরে একদল লোক হঠাৎ পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়।
মসজিদের ইমাম ছানোয়ার হোসেন বলেন, “ফজরের নামাজ শেষে দেখি জাকারিয়া ও তার সহযোগীরা আমাদের পুকুরে মাছ ধরছে। বাধা দিলেও তারা জোরপূর্বক সব মাছ নিয়ে গেছে।”
স্থানীয় নারী শিরিনা আক্তার বলেন, “মসজিদের উন্নয়নের জন্য চাষ করা মাছ রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে লুট করে নিয়ে গেছে কিছু লোক।”
মসজিদ কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, পুকুরটির ডিসিআরসহ সব বৈধ কাগজ তাদের কাছে রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযুক্ত জাকারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “ঘটনা জানি, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান জানান, পুকুরটি সরকারি (ভিপি) সম্পত্তি এবং ইজারা আইন অনুযায়ী অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না।
গ্রামজুড়ে এখন বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। গ্রামবাসীর দাবি, “ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ লুটকারী দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।”










