কালাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে হরিজন সম্প্রদায়ের নারী
জয়পুরহাটের কালাই উপজেলায় বিয়ের স্বীকৃতি দাবিতে অনশনে বসেছেন হরিজন সম্প্রদায়ের এক তরুণী। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুনট কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণীর নাম সঞ্চিতা রানী। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর এলাকার হরিজন সম্প্রদায়ের সদস্য। জানা যায়, দশম শ্রেণির ছাত্রী থাকাকালে টিকটক ব্যবহার করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় কালাইয়ের দুর্জয় কর্মকারের। ধীরে ধীরে সম্পর্ক প্রেমে গড়ায় এবং দুই বছর আগে তারা মন্দিরে বিয়ে করেন।
কিন্তু সঞ্চিতা রানীর দাবি, জাতিগত কারণে দুর্জয়ের পরিবার তাকে বৌ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে দুর্জয় কর্মকার পলাতক বলে জানা গেছে।
স্বামীর স্বীকৃতি ও সামাজিক গ্রহণযোগ্যতার দাবিতে সঞ্চিতা রানী বর্তমানে দুর্জয়ের বাবা দুলাল কর্মকারের বাড়ির সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।