কালাইয়ে প্রকৌশলীদের মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি
জয়পুরহাটের কালাই উপজেলা প্রকৌশল দপ্তরের উদ্যোগে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ন চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালাই উপজেলা প্রকৌশলী জনাব সিরাজুল ইসলাম। তিনি বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনের ওপর অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীর অফিস তালাবদ্ধ করে তাকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সকল উপজেলা প্রকৌশলীদের নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। এছাড়া, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে প্রকৌশলী সমাজের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন ও কর্মবিরতিতে উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রকৌশলী সমাজের প্রতি যথাযথ সম্মান ও নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।