ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালাইয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের মিছিল

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

জয়পুরহাটের কালাই উপজেলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মো. মনসুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, পৌর আমির মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের জামায়াতের আমির ও সেক্রেটারিরা সভায় বক্তব্য দেন।

উক্ত কর্মসূচিতে পৌর ও ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল ও সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও মাহে রমজানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫৪১ বার পড়া হয়েছে

কালাইয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জামায়াতের মিছিল

আপডেট সময় ১১:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মো. মনসুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, পৌর আমির মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের জামায়াতের আমির ও সেক্রেটারিরা সভায় বক্তব্য দেন।

উক্ত কর্মসূচিতে পৌর ও ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল ও সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও মাহে রমজানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।