কালাইয়ের মোলামগাড়ী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এবং বগুড়ার শ্রম অধিদপ্তরের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম গ্রামের বাড়িতে বেড়াতে এসে কর্মস্থলে ফেরার জন্য মোটরসাইকেলযোগে বগুড়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মোলামগাড়ী বাজার মোড়ে ধানবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের মাঝখানে পড়ে যান। এ সময় ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ঘাতক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ৫-১৪-১৮৯৮ বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। পরে মরদেহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে ওসি জাহিদ হোসেন জানান, ঘাতক ট্রাক শনাক্ত ও চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।