ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই: মাউশি চেয়ারম্যান

শহীদুল ইসলাম শরীফ::

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫: বর্তমান প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন চিন্তা, চেতনা ও জ্ঞানের অনুশীলনে এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিক শিকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। আজকের ছাত্রসমাজই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের ছাত্ররাই আগামী দিনে সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে।” পরে তিনি কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলামসহ আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই: মাউশি চেয়ারম্যান

আপডেট সময় ০৩:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫: বর্তমান প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন চিন্তা, চেতনা ও জ্ঞানের অনুশীলনে এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিক শিকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। আজকের ছাত্রসমাজই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের ছাত্ররাই আগামী দিনে সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে।” পরে তিনি কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলামসহ আরও অনেকে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464