ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা, উচাখিলা ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা জিয়ারুল হত্যাকান্ডের ২ আসামি গ্রেফতার। গতকাল ৩০ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমল সরকারের নেতৃত্বে সংগীয় ফোর্স কে নিয়ে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজন হলেন, মামলার প্রধান আসামি চরআলগী গ্রামের বাসিন্দা, আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম। পরে গ্রেফতারকৃত দু’জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরন করেন।

এর আগে, একই রাতে নিহত জিয়ারুল এর বাবা আলাউদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও আরো ২/৩জন কে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৫১৬ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা, উচাখিলা ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা জিয়ারুল হত্যাকান্ডের ২ আসামি গ্রেফতার। গতকাল ৩০ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমল সরকারের নেতৃত্বে সংগীয় ফোর্স কে নিয়ে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজন হলেন, মামলার প্রধান আসামি চরআলগী গ্রামের বাসিন্দা, আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম। পরে গ্রেফতারকৃত দু’জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরন করেন।

এর আগে, একই রাতে নিহত জিয়ারুল এর বাবা আলাউদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও আরো ২/৩জন কে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।