ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় পিঠা উৎসব
জামালপুরের ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ১৮ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জমকালো পিঠা উৎসব। শীতকালীন এই উৎসব দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা জমায়েত হন। মাদ্রাসার প্রাঙ্গণ ছিল পিঠার সুগন্ধে ভরা, যেখানে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও সংস্কৃতি তুলে ধরা হয়েছিল।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত পরিচালক ও অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সাদ্দাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাজাহান সিরাজ, অধ্যক্ষ, গুঠাইল মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনাডুলি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, পশ্চিম নন্দনেরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক, এবং ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফজলুল হক।
এছাড়া, উৎসবে ছিল অর্ধশতাধিক স্টল, যেখানে জামাইবরণ, জিরা, পাটিসাপটা, তাল পিঠা ও গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় বিভিন্ন পিঠা প্রদর্শিত হয়। বিশেষ আকর্ষণ ছিল খেজুর রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল।
এই উৎসব শুধুমাত্র খাবারের স্বাদ গ্রহণের জন্য নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রজন্মের মধ্যে ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ। পিঠা উৎসবের মাধ্যমে ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা স্থানীয় সংস্কৃতির ধারক হিসেবে নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ার একটি সফল প্রয়াস রেখেছে।