ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইঁদুরের উৎপাতে দিশেহারা বোরো চাষিরা

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

চেকপোস্ট

খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বিলের বোরো ধানক্ষেতে ইঁদুরের উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। ইঁদুর নিধনে ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সার, কীটনাশক ও শ্রমিকের দাম বৃদ্ধির পাশাপাশি ইঁদুরের উপদ্রব কৃষকদের আরও সংকটে ফেলেছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন না এবং তারা মাঠ পর্যায়ে উপস্থিত হচ্ছেন না। কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

ভাগবা পশ্চিম বিলের কৃষক মো: হোলাম মোস্তফা শিকারী জানান, তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন, কিন্তু প্রায় এক মাস ধরে ইঁদুর ধান গাছ কেটে ফেলছে। ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, উপসহকারী কৃষি অফিসার একদিনও আমাদের বিলে আসেননি।

একই বিলের কৃষক আবু সাত্তার গাজী বলেন, আমি চার বিঘা জমিতে ধান লাগিয়েছি, কিন্তু ইঁদুর প্রচুর পরিমাণে ধান নষ্ট করছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা যদি আমাদের পরামর্শ দিতেন, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম।

কোশোডাংগা বিলের কৃষক আসাদুল ইসলাম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন, কিন্তু ইঁদুরের উপদ্রবে ক্ষতির মুখে পড়েছেন। তার অভিযোগ, কৃষি অফিস থেকে কোনো সহায়তা বা পরামর্শ দেওয়া হচ্ছে না। মহারাজ বিলের কৃষক আবুল বাশারও একই অভিযোগ করেন এবং বলেন, “কৃষি অফিস থেকে যদি কোনো কর্মকর্তা এসে পরামর্শ দিতেন, তাহলে আমাদের জন্য উপকার হতো।

এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন, ইঁদুরের উপদ্রব থেকে কৃষকদের রক্ষা করতে আমাদের কৃষি অফিস ও উপসহকারী কৃষি কর্মকর্তারা গ্রুপ মিটিং ও উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তবে কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫৩৬ বার পড়া হয়েছে

ইঁদুরের উৎপাতে দিশেহারা বোরো চাষিরা

আপডেট সময় ১১:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বিলের বোরো ধানক্ষেতে ইঁদুরের উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। ইঁদুর নিধনে ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সার, কীটনাশক ও শ্রমিকের দাম বৃদ্ধির পাশাপাশি ইঁদুরের উপদ্রব কৃষকদের আরও সংকটে ফেলেছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন না এবং তারা মাঠ পর্যায়ে উপস্থিত হচ্ছেন না। কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

ভাগবা পশ্চিম বিলের কৃষক মো: হোলাম মোস্তফা শিকারী জানান, তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন, কিন্তু প্রায় এক মাস ধরে ইঁদুর ধান গাছ কেটে ফেলছে। ওষুধ প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, উপসহকারী কৃষি অফিসার একদিনও আমাদের বিলে আসেননি।

একই বিলের কৃষক আবু সাত্তার গাজী বলেন, আমি চার বিঘা জমিতে ধান লাগিয়েছি, কিন্তু ইঁদুর প্রচুর পরিমাণে ধান নষ্ট করছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা যদি আমাদের পরামর্শ দিতেন, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম।

কোশোডাংগা বিলের কৃষক আসাদুল ইসলাম জানান, তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন, কিন্তু ইঁদুরের উপদ্রবে ক্ষতির মুখে পড়েছেন। তার অভিযোগ, কৃষি অফিস থেকে কোনো সহায়তা বা পরামর্শ দেওয়া হচ্ছে না। মহারাজ বিলের কৃষক আবুল বাশারও একই অভিযোগ করেন এবং বলেন, “কৃষি অফিস থেকে যদি কোনো কর্মকর্তা এসে পরামর্শ দিতেন, তাহলে আমাদের জন্য উপকার হতো।

এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন, ইঁদুরের উপদ্রব থেকে কৃষকদের রক্ষা করতে আমাদের কৃষি অফিস ও উপসহকারী কৃষি কর্মকর্তারা গ্রুপ মিটিং ও উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তবে কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464