আ.লীগ-জাপা নেতাদের প্রতীকী ফাঁসি আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ নামে একটি প্ল্যাটফর্ম। গতকাল রোববার দুপুরে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপির বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। তার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন—নাকি এটা তাদের দলীয় অবস্থান?
বিএনপিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে ইয়ামিন মোল্লা বলেন, টিএসসিতে শত শত শহীদ-আহত পরিবারের লোকজন এসে বিচারের দাবি জানাচ্ছে, তারা আওয়ামী লীগ ও তার দোসরদের পুনরুত্থান আর চান না। যারা গুম, খুন হত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হবে। জাতীয় পার্টি রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি। আপনারা (বিএনপি) বৃহৎ রাজনৈতিক দল। আপনারা কি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে বসতে চান? জনগণ আপনাদের সুস্পষ্ট অবস্থান জানতে চায়।
অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিন ইয়ামিন মোল্লা বলেন, ফ্যাসিবাদী দলগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ছাত্রলীগকে যেভাবে গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করুন, দোষীদের গ্রেপ্তার করুন।
জাপাকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম: রংপুর প্রতিনিধি জানান, রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। কটূক্তিকারী জাপা নেতাদের ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির স্থানীয় নেতারা। গতকাল দুপুরে নগরীর সিটি বাজারে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।