‘আসন ভাগাভাগি’ গুজব ভিত্তিহীন: এনসিপির কড়া প্রতিবাদ
‘আসন ভাগাভাগি নিয়ে দর-কষাকষি’ সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত-এমন দাবি করে কড়া প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,
“কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর-‘জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে ৩০টি আসন ভাগাভাগির দর-কষাকষি করছে এনসিপি’—সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।”
এনসিপি জানায়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি বা দর-কষাকষি নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। দলটির সুস্পষ্ট অবস্থান হলো-গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারের দৃশ্যমান অগ্রগতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমেই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়, “গণপরিষদ ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। নির্বাচনে আসন ভাগাভাগির সমঝোতা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার সামিল এবং আওয়ামী ফ্যাসিবাদী শাসনেরই ধারাবাহিকতা। এনসিপি কখনো সে পথে হাঁটবে না।”
এনসিপি জনগণকে এসব ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়। পাশাপাশি সব গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের অনুরোধ জানায় দলটি।