‘আশা’ প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত
সুনামগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার এক ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়। এই উপলক্ষে শহরের পশ্চিম হাছননগর এলাকার সংস্থার কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় আশা’র ফিজিওথেরাপি সেন্টারের সুনামগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন, ফিজিওথেরাপিস্ট ডা. সেন্টু চন্দ্র বর্মন এবং ডা. দেবযানী শীলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন মুরাদপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মুহিবুর রহমান, সমাজসেবক হাবিবুর রহমান এবং অন্যান্য সমাজকর্মী।
স্মরণসভা শেষে মরহুম সফিকুল হক চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মাও. মো. আব্দুল হক। দোয়া মাহফিল শেষে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়, যেখানে এলাকার লোকজন ফিজিওথেরাপি সেবা গ্রহণ করেন।
এটি ছিলো সুনামগঞ্জ অঞ্চলে সমাজসেবা এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে ‘আশা’ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।