ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো চট্টগ্রামে পুলিশের উপর হামলা, আটক ২

মিজানুর রহমান,চট্টগ্রাম::

চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের আউটার রিং রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই ইউসুফ আলী দায়িত্ব পালনের সময় একদল কিশোর তাকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে। এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে সাহায্য চাইলে হামলাকারীরা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার করে। উত্তেজিত জনতা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের কাছ থেকে একটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাইমন (২৭), আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২), পতেঙ্গা থানার ওসি জানান, আহত এসআই ইউসুফ আলী গত ২০ ফেব্রুয়ারি নৌ পুলিশ থেকে পতেঙ্গা থানায় যোগদান করেছিলেন।

এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

আবারো চট্টগ্রামে পুলিশের উপর হামলা, আটক ২

আপডেট সময় ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের আউটার রিং রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই ইউসুফ আলী দায়িত্ব পালনের সময় একদল কিশোর তাকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে। এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে সাহায্য চাইলে হামলাকারীরা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার করে। উত্তেজিত জনতা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের কাছ থেকে একটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাইমন (২৭), আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২), পতেঙ্গা থানার ওসি জানান, আহত এসআই ইউসুফ আলী গত ২০ ফেব্রুয়ারি নৌ পুলিশ থেকে পতেঙ্গা থানায় যোগদান করেছিলেন।

এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।