আন্তঃ ভাটেরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরায় হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আন্তঃ ভাটেরা হিফজুল কুরআন প্রতিযোগিতা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৯টায় কুলাউড়া উপজেলার ১নং ওয়ার্ডের হোসেনপুর বাস স্ট্যান্ড মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের হাফেজগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আজমল হোসেন চুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন আতাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ মোঃ ফয়জুর রহমান, অধ্যক্ষ, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা, মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী, সুপার, গিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা, মোঃ আব্দুল হামিদ খান, সিনিয়র শিক্ষক, ভাটেরা উচ্চ বিদ্যালয়, হাফিজ মোঃ ওলিউর রহমান, সভাপতি, আনজুমানে আল ইসলাহ ভাটেরা ইউনিয়ন শাখা ও সভাপতি, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড, কুলাউড়া উপজেলা, শাহ আজিজুল রহমান পারুল, সদস্য, গভর্নিং বডি, ভাটেরা এসটি ফাজিল মাদ্রাসা, মোহাম্মদ সেলিম আহমদ, সদস্য, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এবং সদস্য সচিব, হিফজুল কুরআন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইসলামিক জীবনধারা ও কুরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে হবে এবং আগত প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে শ্রেষ্ঠ হাফেজদের পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজন করে কুরআনের আলোকে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।