ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আত্মনির্ভরশীলতা হবে মৌলিক অগ্রযাত্রার ভিত্তি: আনসার মহাপরিচালক

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

আত্মনির্ভরশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

২৭ ফেব্রুয়ারি দুপুরে খুলনার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর ব্যাপক ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নারী ও পুরুষ প্লাটুনে প্রশিক্ষিত জনবল রয়েছে। প্রায় ৬১ লাখ সদস্যের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব নয়, তাই ডিজিটাল ডেটাবেজভিত্তিক ব্যবস্থাপনা চালুর কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আনসার বাহিনী কেবল নির্বাচন, দুর্যোগ বা উৎসবের সময় কাজ করবে না, বরং সারাবছরই সরকারি কার্যক্রমে সহায়তা করবে। ইতোমধ্যে গত ৬ মাসে ১ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আনসার ভিডিপি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ব্যাংকটি এখন থেকে শুধুমাত্র বাহিনীর সদস্যদের জন্য ঋণ সুবিধা নিশ্চিত করবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বিনিয়োগ করবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো: মেহেদী হাসান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদী এবং স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন। সমাপনীতে মহাপরিচালক আনসার ভিডিপি সদস্যদের মধ্যে সেবামূলক কাজের জন্য পুরস্কার বিতরণ করেন এবং বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

আত্মনির্ভরশীলতা হবে মৌলিক অগ্রযাত্রার ভিত্তি: আনসার মহাপরিচালক

আপডেট সময় ০৮:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আত্মনির্ভরশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

২৭ ফেব্রুয়ারি দুপুরে খুলনার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর ব্যাপক ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নারী ও পুরুষ প্লাটুনে প্রশিক্ষিত জনবল রয়েছে। প্রায় ৬১ লাখ সদস্যের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব নয়, তাই ডিজিটাল ডেটাবেজভিত্তিক ব্যবস্থাপনা চালুর কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আনসার বাহিনী কেবল নির্বাচন, দুর্যোগ বা উৎসবের সময় কাজ করবে না, বরং সারাবছরই সরকারি কার্যক্রমে সহায়তা করবে। ইতোমধ্যে গত ৬ মাসে ১ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আনসার ভিডিপি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ব্যাংকটি এখন থেকে শুধুমাত্র বাহিনীর সদস্যদের জন্য ঋণ সুবিধা নিশ্চিত করবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বিনিয়োগ করবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো: মেহেদী হাসান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদী এবং স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন। সমাপনীতে মহাপরিচালক আনসার ভিডিপি সদস্যদের মধ্যে সেবামূলক কাজের জন্য পুরস্কার বিতরণ করেন এবং বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464