ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম দ্বিতীয় উৎসব কালী বা শ্যামাপূজা

সুকমল চন্দ্র বর্মন, কালাই, প্রতিনিধি::

আজ ৩১শে অক্টোবর ২০২৪ কার্তিক মাসের আমাবস্যা তিথি। দূর্গা ও লক্ষী পূজার পর এই আমাবস্যা তিথিতে সনাতনীদের বৃহত্তম দ্বিতীয় উৎসব কালী বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজাকে কোথাও আবার দীপান্বীতা কালী পূজা ও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও এই কালী পূজার রাত পরিচিত। এই রাতে শক্তির আরাধনা করা হয়। সনাতনী শাস্ত্র মতে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের অনুরোধে কালীর সৃষ্টি হয়। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্ধত হন।

দানব শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ।নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্দিরে আজকে সনাতনীদের এই কালী বা শ্যামা পূজা অনুষ্ঠিত হবে

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৫১০ বার পড়া হয়েছে

আজ সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম দ্বিতীয় উৎসব কালী বা শ্যামাপূজা

আপডেট সময় ০৬:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

আজ ৩১শে অক্টোবর ২০২৪ কার্তিক মাসের আমাবস্যা তিথি। দূর্গা ও লক্ষী পূজার পর এই আমাবস্যা তিথিতে সনাতনীদের বৃহত্তম দ্বিতীয় উৎসব কালী বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজাকে কোথাও আবার দীপান্বীতা কালী পূজা ও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও এই কালী পূজার রাত পরিচিত। এই রাতে শক্তির আরাধনা করা হয়। সনাতনী শাস্ত্র মতে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের অনুরোধে কালীর সৃষ্টি হয়। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্ধত হন।

দানব শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ।নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্দিরে আজকে সনাতনীদের এই কালী বা শ্যামা পূজা অনুষ্ঠিত হবে