আক্কেলপুরে স্ত্রীকে ফের বিয়ে করায় সমাজচ্যুত দিনমজুর
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে স্ত্রীকে তালাক দিয়ে ফের বিয়ে করায় দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে দেড় বছর ধরে সমাজচ্যুত করে রেখেছিল স্থানীয় মাতব্বররা। কুরবানীর মাংস থেকে শুরু করে নামাজ-জানাজা, এমনকি দিনমজুরের কাজ থেকেও তাকে বঞ্চিত করা হয়।
এরই জেরে গত ১৫ আগস্ট রাতে তাকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় জলিল প্রামাণিক থানায় মামলা দায়ের করেছেন।
২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি পারিবারিক কলহের কারণে জলিল প্রামাণিক স্ত্রীকে তালাক দেন। মাত্র ২৯ দিন পর হিল্লা বিয়ে না করেই পুনরায় একই স্ত্রীকে বিয়ে করলে গ্রাম্য মাতব্বররা ক্ষুব্ধ হয়ে তাকে ও তার পরিবারকে ‘একঘরে’ ঘোষণা করে।
গ্রামের মসজিদে নামাজ পড়া, মিলাদ মাহফিলে অংশ নেওয়া এমনকি দিনমজুর কাজেও বাধা দেওয়া হয় তাকে। তার স্ত্রীকে খাবার রান্নায় সাহায্য করায় গ্রামবাসীর এক বৃদ্ধাকেও সমাজচ্যুত করার হুমকি দেওয়া হয়।
গত ১৫ আগস্ট রাতে গ্রামের দোকানে যাওয়ার পথে জলিলকে মাতব্বররা মারধর করে। এতে তার বাম হাত ভেঙে যায়। পরে তিনি ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।
গ্রামের মাতব্বর মিল্টন বলেন, “হিল্লা বিয়ে না করে স্ত্রীকে ফের বিয়ে করা সমাজবিরোধী কাজ। এজন্য সমাজ তাকে একঘরে করেছে।”
রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডল জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন, তবে সফল হননি।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “একঘরে করে রাখা সামাজিক অপরাধ। অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”