ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আক্কেলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওরা স্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেন, “বিএনপির রাজনীতি জনগণকে খুশি করার জন্য। জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও বিএনপি ছিল, এখনো আছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির প্রধান লক্ষ্য। আমরা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।”

বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা দলীয় ঐক্য, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আগামী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

আক্কেলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওরা স্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেন, “বিএনপির রাজনীতি জনগণকে খুশি করার জন্য। জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও বিএনপি ছিল, এখনো আছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির প্রধান লক্ষ্য। আমরা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।”

বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা দলীয় ঐক্য, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আগামী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।