আক্কেলপুরে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ করে আগুনে ধ্বংস
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভালকি ব্রিজ এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে মাছ ধরার প্রায় পাঁচ হাজার মিটার ঠুসি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ভালকি ব্রিজের ওপর এসব জাল ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালকি ব্রিজের পাশের খালটি দিয়ে কয়েকটি গ্রামের ফসলি জমিতে পানি প্রবাহিত হয়। তবে কিছু অসাধু ব্যক্তি অবৈধ ঠুসি জাল ফেলে মাছ ধরছিলেন, যার ফলে ছোট-বড় সব মাছই আটকা পড়ছিল। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি পানি প্রবাহ কমে জমির ধানক্ষেতেরও ক্ষতি হচ্ছিল।
খবর পেয়ে আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিককে আটক করা সম্ভব হয়নি।
আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, “অবৈধ জালের কারণে ছোট মাছ বিলুপ্ত হচ্ছে এবং পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। মাছের প্রজনন ও ফসলি জমির পানি প্রবাহ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”