ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

চেকপোস্ট

অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজোকো) এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটির স্মরণে বুধবার সকালে খুলনার শহিদ হাদিস পার্ক এবং খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নওপাজোকোর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রজেক্টের ডেপুটি পাওয়ার ডাইরেক্টর আসাদ হালিম। তিনি ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা।”

এদিকে খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বক্তারা বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের চিরকালীন প্রেরণার উৎস। একুশ আমাদের শোষণ, আধিপত্য, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায়।” বক্তারা আরও বলেন, “একুশের চেতনা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোদাবক্স কোরাইশি কাল্লু, ১৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ সাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাজু, ১২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল, ১৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, ১০ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ কালু, বিএনপি নেতা ফারুক হিল্টন, মশিউর রহমান খোকন, মোঃ রফিকুল ইসলাম, যুবদল নেতা খাইরুজ্জামান শামিম, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন বাদল, মাসুদ পারভেজ লিটন, ছাত্র নেতা সাগর, শ্রমিক দল নেতা মোঃ জুয়েল, ফারুক হোসেনসহ থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে খালিশপুর থানা বিএনপির নেতৃত্বে প্রভাতফেরি নিউজপ্রিন্ট গেট থেকে শুরু হয়ে খালিশপুর বিআইডিসি রোড, পিপলস গোল চত্বর মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পৌঁছায়। এসময় অসংখ্য নেতাকর্মী “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানের সাথে সাথে প্রভাতফেরিতে অংশ গ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজোকো) এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটির স্মরণে বুধবার সকালে খুলনার শহিদ হাদিস পার্ক এবং খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নওপাজোকোর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রজেক্টের ডেপুটি পাওয়ার ডাইরেক্টর আসাদ হালিম। তিনি ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা।”

এদিকে খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বক্তারা বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের চিরকালীন প্রেরণার উৎস। একুশ আমাদের শোষণ, আধিপত্য, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায়।” বক্তারা আরও বলেন, “একুশের চেতনা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোদাবক্স কোরাইশি কাল্লু, ১৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ সাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাজু, ১২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল, ১৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, ১০ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ কালু, বিএনপি নেতা ফারুক হিল্টন, মশিউর রহমান খোকন, মোঃ রফিকুল ইসলাম, যুবদল নেতা খাইরুজ্জামান শামিম, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন বাদল, মাসুদ পারভেজ লিটন, ছাত্র নেতা সাগর, শ্রমিক দল নেতা মোঃ জুয়েল, ফারুক হোসেনসহ থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে খালিশপুর থানা বিএনপির নেতৃত্বে প্রভাতফেরি নিউজপ্রিন্ট গেট থেকে শুরু হয়ে খালিশপুর বিআইডিসি রোড, পিপলস গোল চত্বর মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে শহিদ বেদিতে পৌঁছায়। এসময় অসংখ্য নেতাকর্মী “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানের সাথে সাথে প্রভাতফেরিতে অংশ গ্রহণ করেন।