অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওপাজোকোর শ্রদ্ধা নিবেদন
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজোকো) কর্তৃপক্ষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটির স্মরণে বুধবার সকাল ৮টায় খুলনার শহিদ হাদিস পার্কে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নওপাজোকোর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রজেক্টের ডেপুটি পাওয়ার ডাইরেক্টর আসাদ হালিম। এ সময় তিনি ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএম কেমিক্যাল জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিঠুন ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রোমান মিয়া, মোঃ আনিসুর রহমান, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, মোঃ নোমানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত সকলে ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন এবং দেশের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।