অভয়নগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালতলা বাজারে নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তালতলা বাজার থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানা হয়ে পুনরায় তালতলা বাজারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল আলম ফারাজী। এছাড়া বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল আহমেদ হান্নান, সাধারণ সম্পাদক খোকন তরফদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইনাম গাজীসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম ডাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, চলিশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, থানা বিএনপির সদস্য বুলেট তরফদার, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ডি অপু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতাজুল ইসলাম, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সরদার, পৌর বিএনপির মানবাধিকার সম্পাদক মারুফুজ্জামান ফারাজী, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রমজান সিকদার, নওয়াপাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল বিশ্বাসসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অভয়নগরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে গেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।