ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে কিশোর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

জয়পুরহাটে এক যুগ আগে কিশোর হাসান হত্যামামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ নভেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে এক যুগ আগে ঘটে যাওয়া কিশোর হাসান হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, প্রত্যেকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডে পরিণত হবে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ওয়াজেদ আলী আকন্দের ছেলে শামীম, আ. খালেকের ছেলে একরামুল হক মন্ডল, ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী (আজমির চৌধুরী)। রায় ঘোষণার সময় আদালতে তারা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানাযায়, ২০১১ সালের ৯ নভেম্বর পূর্বশত্রুতার জেরে, রশিদপুর গ্রামে কিশোর হাসানকে হত্যা চেষ্টা করেন আসামিরা। প্রথমবারের মতো তারা হামলা চালালেও হাসান দৌড়ে পালিয়ে রক্ষা পান। কিন্তু বিকাল ৪টার দিকে আবারও তারা হাসানকে হত্যার চেষ্টা করেন, এবং ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হাসানের বোন মুনিরা বেগম ২০১২ সালে মামলাটি দায়ের করেন, যার ভিত্তিতে পাঁচবিবি থানায় হত্যা মামলা শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উপ-পরিদর্শক আব্দুল আউয়াল ২০১৩ সালের জানুয়ারি মাসে অভিযোগপত্র দাখিল করেন এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ রায় ঘোষণা করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আফজাল হোসেন বলেন, এই মামলার সাক্ষী সেভাবে উপস্থিত ছিল না, এবং একাধিকবার রায়ের তারিখ পিছানো হয়েছিল। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
৫০৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটে কিশোর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে এক যুগ আগে কিশোর হাসান হত্যামামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ নভেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে এক যুগ আগে ঘটে যাওয়া কিশোর হাসান হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, প্রত্যেকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডে পরিণত হবে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ওয়াজেদ আলী আকন্দের ছেলে শামীম, আ. খালেকের ছেলে একরামুল হক মন্ডল, ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী (আজমির চৌধুরী)। রায় ঘোষণার সময় আদালতে তারা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানাযায়, ২০১১ সালের ৯ নভেম্বর পূর্বশত্রুতার জেরে, রশিদপুর গ্রামে কিশোর হাসানকে হত্যা চেষ্টা করেন আসামিরা। প্রথমবারের মতো তারা হামলা চালালেও হাসান দৌড়ে পালিয়ে রক্ষা পান। কিন্তু বিকাল ৪টার দিকে আবারও তারা হাসানকে হত্যার চেষ্টা করেন, এবং ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হাসানের বোন মুনিরা বেগম ২০১২ সালে মামলাটি দায়ের করেন, যার ভিত্তিতে পাঁচবিবি থানায় হত্যা মামলা শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উপ-পরিদর্শক আব্দুল আউয়াল ২০১৩ সালের জানুয়ারি মাসে অভিযোগপত্র দাখিল করেন এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ রায় ঘোষণা করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আফজাল হোসেন বলেন, এই মামলার সাক্ষী সেভাবে উপস্থিত ছিল না, এবং একাধিকবার রায়ের তারিখ পিছানো হয়েছিল। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।