ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নাছিরনগরে সাংবাদিকের নামে পাচঁ মামলা;বিভিন্ন মহলে নিন্দার ঝড়

চেকপোস্ট ডেস্ক::

স্থানীয় গোষ্ঠীগত বিরোধ থেকে উদ্ভূত ঝামেলা, যেখানে মাটির নৌকার কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে একটি সংঘর্ষের রূপ নিয়েছে। এতে উভয় পক্ষের মানুষ আহত হয়। এরপর কিছু স্থানীয় লোকের উসকানিতে এই বিরোধ মীমাংসার পথে না গিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি ঘটেছে নাছির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে। ওই গ্রামের জুর মিয়ার ছেলে কামাল মিয়া ও মৃত ইয়াকুব মিয়ার ছেলে শেকুল মিয়ার সাথে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

 

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সাংবাদিক আছকির উদ্দিন খাঁ, যিনি রাজধানী টেলিভিশন, দৈনিক জনকথা, ও মর্নিংপোস্ট পত্রিকার ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটি প্রেসের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলাগুলোতে বিভিন্ন ব্যক্তি এবং পরিবারগুলো বিভিন্ন সময় আদালতে অভিযোগ করেছে। মামলার বিবরণ অনুযায়ী কাচা মিয়ার ছেলে সোহেল মিয়া নাসিরনগর থানায় জি/আর-১৭০/২৪ হিসেবে মামলা করেছেন। যাতে আছকির উদ্দিনসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। বদরুল আলমের ছেলে নূর আলম দুটি মামলা করেন। একটিতে ৬৫ জন অপরটিতে ১৬জনকে আসামি করেন। মৃত মনা মিয়ার ছেলে এনামুল উরফে ছলু মিয়া সি/আর-৬৩০/২৪ মামলাটি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে করেছেন। যাতে ৮ জনকে আসামি করা হয়েছে।

 

সিনিয়র সাংবাদিক আছকির উদ্দিন খাঁ-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, জুর মিয়ার ছেলে কামাল মিয়ার লোকজন মৃত ইয়াকুব আলীর ছেলে শেকুল মিয়ার বাড়ি ভাঙচুর ও ঝগড়ার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। শেকুল মিয়ার স্ত্রীসহ আহত ব্যক্তিরা নাসিরনগর হাসপাতালে ভর্তি হলে অন্য সাংবাদিকরা সেখানে গিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করেন।

 

সাংবাদিক আছকির উদ্দিন খাঁ জানান, এই ঘটনায় সংবাদ প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করা হয়েছে। মামলায় তাকে, তার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলে, বড় ভাই এবং ছোট ভাইকেও আসামি করা হয়েছে। তিনি মনে করেন, তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছে।

 

আছকির উদ্দিন খাঁ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তার পরিবারের সদস্যরা ও গোষ্ঠীর নারী-পুরুষ কেউই নিরাপদ বোধ করছেন না। তাদের রাস্তাঘাটে চলাচল, হাট-বাজারে যাতায়াত এবং ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত তারা হুমকির সম্মুখীন হচ্ছেন, এবং সুযোগ পেলে প্রতিপক্ষের তিনটি গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে।

 

আছকির উদ্দিন খাঁ আরও জানান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সুশীল সমাজের লোকজন এই বিরোধ মিটিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি। পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তিনি নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। তিনি আশা করছেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে তার পরিবার ও গোষ্ঠী সুরক্ষিতভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

 

আছকির উদ্দিন খাঁ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দেশ ও জাতির জন্য দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করেন। এই পেশার মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সারা বাংলাদেশের সকল সাংবাদিক ভাই ও বোনদের কাছে আবেদন জানাই, আমাকে, আমার ছেলেকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলোর অব্যাহতির জন্য তীব্র নিন্দা জানিয়ে আমাদের পাশে দাঁড়ান।

 

বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব শামীম আহমেদ সবুজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আছকির উদ্দিন খাঁ ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কপি তিনি পেয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, “এই ঘটনা নিন্দনীয় ও প্রতিহিংসামূলক। আছকির উদ্দিন খাঁ একজন সিনিয়র সাংবাদিক, যিনি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।”

 

 

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
৫০৮ বার পড়া হয়েছে

নাছিরনগরে সাংবাদিকের নামে পাচঁ মামলা;বিভিন্ন মহলে নিন্দার ঝড়

আপডেট সময় ০৯:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

স্থানীয় গোষ্ঠীগত বিরোধ থেকে উদ্ভূত ঝামেলা, যেখানে মাটির নৌকার কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে একটি সংঘর্ষের রূপ নিয়েছে। এতে উভয় পক্ষের মানুষ আহত হয়। এরপর কিছু স্থানীয় লোকের উসকানিতে এই বিরোধ মীমাংসার পথে না গিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি ঘটেছে নাছির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে। ওই গ্রামের জুর মিয়ার ছেলে কামাল মিয়া ও মৃত ইয়াকুব মিয়ার ছেলে শেকুল মিয়ার সাথে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

 

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সাংবাদিক আছকির উদ্দিন খাঁ, যিনি রাজধানী টেলিভিশন, দৈনিক জনকথা, ও মর্নিংপোস্ট পত্রিকার ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটি প্রেসের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলাগুলোতে বিভিন্ন ব্যক্তি এবং পরিবারগুলো বিভিন্ন সময় আদালতে অভিযোগ করেছে। মামলার বিবরণ অনুযায়ী কাচা মিয়ার ছেলে সোহেল মিয়া নাসিরনগর থানায় জি/আর-১৭০/২৪ হিসেবে মামলা করেছেন। যাতে আছকির উদ্দিনসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। বদরুল আলমের ছেলে নূর আলম দুটি মামলা করেন। একটিতে ৬৫ জন অপরটিতে ১৬জনকে আসামি করেন। মৃত মনা মিয়ার ছেলে এনামুল উরফে ছলু মিয়া সি/আর-৬৩০/২৪ মামলাটি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে করেছেন। যাতে ৮ জনকে আসামি করা হয়েছে।

 

সিনিয়র সাংবাদিক আছকির উদ্দিন খাঁ-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, জুর মিয়ার ছেলে কামাল মিয়ার লোকজন মৃত ইয়াকুব আলীর ছেলে শেকুল মিয়ার বাড়ি ভাঙচুর ও ঝগড়ার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। শেকুল মিয়ার স্ত্রীসহ আহত ব্যক্তিরা নাসিরনগর হাসপাতালে ভর্তি হলে অন্য সাংবাদিকরা সেখানে গিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করেন।

 

সাংবাদিক আছকির উদ্দিন খাঁ জানান, এই ঘটনায় সংবাদ প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করা হয়েছে। মামলায় তাকে, তার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছেলে, বড় ভাই এবং ছোট ভাইকেও আসামি করা হয়েছে। তিনি মনে করেন, তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছে।

 

আছকির উদ্দিন খাঁ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তার পরিবারের সদস্যরা ও গোষ্ঠীর নারী-পুরুষ কেউই নিরাপদ বোধ করছেন না। তাদের রাস্তাঘাটে চলাচল, হাট-বাজারে যাতায়াত এবং ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত তারা হুমকির সম্মুখীন হচ্ছেন, এবং সুযোগ পেলে প্রতিপক্ষের তিনটি গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে।

 

আছকির উদ্দিন খাঁ আরও জানান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সুশীল সমাজের লোকজন এই বিরোধ মিটিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি। পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তিনি নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। তিনি আশা করছেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে তার পরিবার ও গোষ্ঠী সুরক্ষিতভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

 

আছকির উদ্দিন খাঁ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দেশ ও জাতির জন্য দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করেন। এই পেশার মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সারা বাংলাদেশের সকল সাংবাদিক ভাই ও বোনদের কাছে আবেদন জানাই, আমাকে, আমার ছেলেকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলোর অব্যাহতির জন্য তীব্র নিন্দা জানিয়ে আমাদের পাশে দাঁড়ান।

 

বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব শামীম আহমেদ সবুজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আছকির উদ্দিন খাঁ ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কপি তিনি পেয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, “এই ঘটনা নিন্দনীয় ও প্রতিহিংসামূলক। আছকির উদ্দিন খাঁ একজন সিনিয়র সাংবাদিক, যিনি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।”