ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনুর বিরুদ্ধে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী এরশাদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মৃত তমিজ উদ্দিনের ছেলে এরশাদ মিয়াকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে বলে আশ্বাস প্রদান করে । এবং নিয়োগ পেতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনু এরশাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। দাবী অনুযায়ী পরে কয়ক দফা আলোচনার পর সাড়ে ৩লাখ টাক দিতে রাজি হয় এরশাদ। পরবর্তীতে, এরশাদ মিয়া বিদ্যালয়ে চাকুরি পাওয়ার আশ্বাসে তার বাবার নিজের ৩৫ শতাংশ জমি বিক্রি করে ১২ ডিসেম্বর ২০১৩ সালে ৩ লক্ষ ৫০ হাজার টাকা তাদের প্রদান করে । টাকা নেওয়ার সময় তারা ৫ মাসের মধ্যে সহকারী শিক্ষক পদে চাকুরী দেবে বলে আস্বস্ত করে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এরশাদের চাকুরী না হওয়ায় তিনি আবারও তাদের সাথে যোগাযোগ করেন।

এসময় তারা আরো কিছুদিন সময় নেয়। সেই সময় পার হওয়ার পরও তারা এরশাদকে চাকুরী দেয়নি। এদিকে ভুক্তভোগী এরশাদ যখন বুঝতে পারে তারা চাকুরী দিবে না তখন এরশাদ তার টাকা ফেরত চায়। তখন সেই টাকা দিতে তারা নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে টাকা দিবেনা বলে জানিয়ে দেয় এবং এরশাদকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এমতাবস্থায় বিদ্যালয়টির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়।

ওই কমিটির কাছেও এরশাদ তার চাকুরীর বিষটির দাবি করেন। এসময় প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ওই নতুন কমিটিকে সাথে নিয়ে অফিস সহকারী পদে চাকুরী দিবে বলে আস্বস্ত করেন তাকে। কিন্তু সেই চাকুরীও এরশাদের কপালে জুটেনি। পরে ভুক্তভোগী এরশাদ তার টাকা ফেরত দিতে বলে। এসময় উল্টো তার ওপর শুরু হয় নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতন। তাদের এমন হুমকির ভয় পেয়ে টাকা উদ্ধার করতে পিছু হটে এরশাদ।

এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এরশাদ মনে করে এখন উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তার টাকাগুলো উদ্ধার হবে এবং সেই সাথে উপযুক্ত বিচার পাবে। এমন ভাবনায় এরশাদ মিয়া গত বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে অভিযোগটির অনুলিপি দেওয়া হয়েছে ঈশ্বরগঞ্জ থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে। সেই অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত নামেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এরশাদ মিয়া বলেন, আমার পূর্ব পুরুষ অত্র বিদ্যালয়ের জমিদাতা। তাই আমি এই বিদ্যালয়ে চাকুরী করার জন্য তাদের সাথে যোগাযোগ করি। পরে তারা দুজন আমাকে চাকুরী দিবে বলে টাকা দিতে বলে। তখন আমি আমার নিজের ৩৫ শতাংশ জমি বিক্রি করে সভাপতি এবং প্রধান শিক্ষককে টাকা দিয়েছি। যে জমিটুকুর বর্তমান বাজার মূল্য ১৭ লক্ষ টাকা। আমাকে আর চাকুরী দেয়নি তারা। পরে আমার টাকা ফেরত চাইলে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। ততকালীন সভাপতি আবু বাহারুল আলম মজনু ও বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম চাকুরি দেওয়ার কথা বলে আমার সব শেষ করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। যেকারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, অভিযোগকারী এরশাদ মিয়া আমার বাসায় গিয়েছিলো। পরে আমি তাকে আস্বস্ত করে বলেছি অন্যান্য দাতা সদস্যদের চাকুরী দেওয়া হয়েছে। তাই পদ খালি হলে তাকেও চাকুরী দেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
৫২৪ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৯:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনুর বিরুদ্ধে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী এরশাদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মৃত তমিজ উদ্দিনের ছেলে এরশাদ মিয়াকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে বলে আশ্বাস প্রদান করে । এবং নিয়োগ পেতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ও সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনু এরশাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। দাবী অনুযায়ী পরে কয়ক দফা আলোচনার পর সাড়ে ৩লাখ টাক দিতে রাজি হয় এরশাদ। পরবর্তীতে, এরশাদ মিয়া বিদ্যালয়ে চাকুরি পাওয়ার আশ্বাসে তার বাবার নিজের ৩৫ শতাংশ জমি বিক্রি করে ১২ ডিসেম্বর ২০১৩ সালে ৩ লক্ষ ৫০ হাজার টাকা তাদের প্রদান করে । টাকা নেওয়ার সময় তারা ৫ মাসের মধ্যে সহকারী শিক্ষক পদে চাকুরী দেবে বলে আস্বস্ত করে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এরশাদের চাকুরী না হওয়ায় তিনি আবারও তাদের সাথে যোগাযোগ করেন।

এসময় তারা আরো কিছুদিন সময় নেয়। সেই সময় পার হওয়ার পরও তারা এরশাদকে চাকুরী দেয়নি। এদিকে ভুক্তভোগী এরশাদ যখন বুঝতে পারে তারা চাকুরী দিবে না তখন এরশাদ তার টাকা ফেরত চায়। তখন সেই টাকা দিতে তারা নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে টাকা দিবেনা বলে জানিয়ে দেয় এবং এরশাদকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এমতাবস্থায় বিদ্যালয়টির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়।

ওই কমিটির কাছেও এরশাদ তার চাকুরীর বিষটির দাবি করেন। এসময় প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম ওই নতুন কমিটিকে সাথে নিয়ে অফিস সহকারী পদে চাকুরী দিবে বলে আস্বস্ত করেন তাকে। কিন্তু সেই চাকুরীও এরশাদের কপালে জুটেনি। পরে ভুক্তভোগী এরশাদ তার টাকা ফেরত দিতে বলে। এসময় উল্টো তার ওপর শুরু হয় নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতন। তাদের এমন হুমকির ভয় পেয়ে টাকা উদ্ধার করতে পিছু হটে এরশাদ।

এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এরশাদ মনে করে এখন উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তার টাকাগুলো উদ্ধার হবে এবং সেই সাথে উপযুক্ত বিচার পাবে। এমন ভাবনায় এরশাদ মিয়া গত বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে অভিযোগটির অনুলিপি দেওয়া হয়েছে ঈশ্বরগঞ্জ থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে। সেই অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত নামেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এরশাদ মিয়া বলেন, আমার পূর্ব পুরুষ অত্র বিদ্যালয়ের জমিদাতা। তাই আমি এই বিদ্যালয়ে চাকুরী করার জন্য তাদের সাথে যোগাযোগ করি। পরে তারা দুজন আমাকে চাকুরী দিবে বলে টাকা দিতে বলে। তখন আমি আমার নিজের ৩৫ শতাংশ জমি বিক্রি করে সভাপতি এবং প্রধান শিক্ষককে টাকা দিয়েছি। যে জমিটুকুর বর্তমান বাজার মূল্য ১৭ লক্ষ টাকা। আমাকে আর চাকুরী দেয়নি তারা। পরে আমার টাকা ফেরত চাইলে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। ততকালীন সভাপতি আবু বাহারুল আলম মজনু ও বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম চাকুরি দেওয়ার কথা বলে আমার সব শেষ করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু বাহারুল আলম মজনুর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। যেকারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, অভিযোগকারী এরশাদ মিয়া আমার বাসায় গিয়েছিলো। পরে আমি তাকে আস্বস্ত করে বলেছি অন্যান্য দাতা সদস্যদের চাকুরী দেওয়া হয়েছে। তাই পদ খালি হলে তাকেও চাকুরী দেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।