ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লাখাইয়ে কাবিখা-কাবিটা প্রকল্পের কাজ এক বছরেও শুরু হয়নি

এম.এ ওয়াহেদ::
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫ টি ইউনিয়নের ১১ টি প্রকল্পের  কাবিখা-কাবিটা এক বছরেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এ নিয়ে উপজেলা জোরে চলছে নানা গুঞ্জন।
তথ্য অধিকার সংরক্ষণ আইনে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত প্রকল্পের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে মোড়াকরি ইউনিয়নের একটি প্রকল্প মুড়িয়াউক ইউনিয়নের ৪ টি প্রকল্প, বামৈ ইউনিয়নের ২টি, করাব ইউনিয়নের ২টি  বুল্লা ইউনিয়নের ২টি প্রকল্পের ২০২৩- ২৪ অর্থ বছরের বরাদ্দ দেয়া হলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করেনি প্রকল্প কমিটির সভাপতি সহ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত কমিটির তালিকা মোতাবেক দৃষ্টে এ তথ্য অনুসন্ধানে প্রকল্প কমিটির লোকজন প্রকল্প বাস্তবায়নের উদাসীনতা বহিঃপ্রকাশ পেয়েছে।
প্রকল্প গুলি হচ্ছে মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর মসজিদের পশ্চিম পাড় পর্যন্ত ভায়া জাহিদ চৌধুরীর বাড়ী হয়ে সুবিদপুর মাঠের ভাঙ্গা পর্যন্ত কাজের বরাদ্দ ২,৩২,৪১০ টাকা। মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া খালেক মিয়ার বাড়ী হতে হাজী মিয়া হোসেনের বাড়ী পর্যন্ত বরাদ্দ ২.১৪৬৩৫ মেঃ টন চাল, ধর্মপুর পূর্ব গ্রাম খেলার মাঠ মেরামত করণের জন্য বরাদ্দ ২.০০ মেঃ টন গম, ধর্মপুর গ্রামের সোবান মিয়ার বাড়ী হতে ঈদগা মাঠ পর্যন্ত মাটির কাজের বরাদ্দ ২.০০ মেঃ টন চাল,সাতাউক গ্রামের মেজরের বাড়ীর সামন হতে ব্রিজ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ১ লাখ টাকা। বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের খেলু মিয়ার বাড়ীর পাশ থেকে কুমার বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ২.৮০০ মেঃটন গম, চন্দ্রপুর দক্ষিণ হাটি ডুবার পাড় হতে আতাউর রহমানের জমি পর্যন্ত রাস্তার বরাদ্দ ৩.৩০০ মেঃ টন গম, বামৈ ইউনিয়নের নোয়াগাও নাছির মিয়ার বাড়ী হতে আমীর উল্লার বাড়ী পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন ও বামৈ বউ বাজার মক্তব হতে কালভার্ট পর্যন্ত ড্রেইন নির্মাণের জন্য বরাদ্দ নগদ ১ লাখ ৮৭ হাজার  ৭৩৮ টাকা,বামৈ পূর্ব গ্রাম শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য ২.৩৪৪ মেঃ টন চাল ও করাব ইউনিয়নের গুনিপুর হরিণা কোণা রাস্তার ছোয়াব মিয়ার বাড়ীর উত্তর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়নের বরাদ্দ ২.১০০ মেঃ টন গম ও গুনিপুর হরিণা কোণা রাস্তার সেলু মিয়ার বাড়ীর উত্তর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়নের জন্য বরাদ্দ ২.১০০ মেঃ টন চাল প্রকল্প কমিটির সভাপতিদের কে প্রকল্পের কাজ যথা সময়ে করার কথা তাকলেও তা বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়াও বিভিন্ন প্রকল্প কমিটি তালিকা দৃষ্টে দেখা গেছে বিভিন্ন অসঙ্গতি। কোন তালিকায় একজন ঈমাম, একজন শিক্ষক প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার বিধান থাকা সত্বেও এই নির্দেশনা মানছন না প্রকল্পের সভাপতি। আরো অসঙ্গতি পাওয়া গেছে কমিটির অন্তর্ভুক্ত কোন কোন  সদস্যের  স্বাক্ষর জাল করে তালিকা তৈরী করে সাবমিট করেছে।
এ ব্যপারে বামৈ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার অরনজিত দাশের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পানির কারনে করতে পারি নাই তবে বামৈ বউ বাজারে ড্রেনের কাজ করেছি। আমি সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০-৬০ ফুট পরিমাণ ড্রেনের কাজ করা হয়েছে।
এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়নের মেম্বার আলী রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান পানির কারনে কাজ করতে পারি নাই। এ বিষয়ে বুল্লা ইউনিয়নের মহিলা মেম্বার শিরীন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান পানির কারনে কাজ করা সম্ভব হয়নি। মোড়াকরি ইউনিয়নের মেম্বার হিরাই মিয়ার সাথে যোগাযোগ করে প্রকল্পের কাজ কেন করা হয়নি জানতে চাইলে তিনি জানান, অল্প কিছু পানির কারনে মাটি সংগ্রহ করতে না পারায় প্রকল্পের কাজ করতে পারি নাই।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে একান্ত সাক্ষাৎকার কালে তিনি জানান, যদি প্রকল্পের সভাপতিরা কাজ করে না থাকে তা হলে প্রকল্পের সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং আমি আজই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এ বিষয়ে প্রকল্পের সভাপতিদের কে কারন দর্শানোর জন্য বলে দিব।
এ বিষয়ে লাখাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম  রাকিবের সাথে একান্ত সাক্ষাৎকার কালে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রকল্পের সভাপতিগন কে বার বার তাগিদ দেয়া সত্বেও তারা কাজ করে নাই সে কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন প্রকল্পের সভাপতিগন কে শোকজ করতে। আপনার বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক একজন  জনপ্রতিনিধির অভিযোগ আপনি প্রকল্পের কাজের বিপরীতে ১০% কমিশন দিতে হয়, এ ব্যাপারে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি  জানান এ সব অভিযোগ মিথ্যা।
ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
৫০৪ বার পড়া হয়েছে

লাখাইয়ে কাবিখা-কাবিটা প্রকল্পের কাজ এক বছরেও শুরু হয়নি

আপডেট সময় ১২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫ টি ইউনিয়নের ১১ টি প্রকল্পের  কাবিখা-কাবিটা এক বছরেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এ নিয়ে উপজেলা জোরে চলছে নানা গুঞ্জন।
তথ্য অধিকার সংরক্ষণ আইনে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত প্রকল্পের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে মোড়াকরি ইউনিয়নের একটি প্রকল্প মুড়িয়াউক ইউনিয়নের ৪ টি প্রকল্প, বামৈ ইউনিয়নের ২টি, করাব ইউনিয়নের ২টি  বুল্লা ইউনিয়নের ২টি প্রকল্পের ২০২৩- ২৪ অর্থ বছরের বরাদ্দ দেয়া হলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করেনি প্রকল্প কমিটির সভাপতি সহ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত কমিটির তালিকা মোতাবেক দৃষ্টে এ তথ্য অনুসন্ধানে প্রকল্প কমিটির লোকজন প্রকল্প বাস্তবায়নের উদাসীনতা বহিঃপ্রকাশ পেয়েছে।
প্রকল্প গুলি হচ্ছে মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর মসজিদের পশ্চিম পাড় পর্যন্ত ভায়া জাহিদ চৌধুরীর বাড়ী হয়ে সুবিদপুর মাঠের ভাঙ্গা পর্যন্ত কাজের বরাদ্দ ২,৩২,৪১০ টাকা। মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া খালেক মিয়ার বাড়ী হতে হাজী মিয়া হোসেনের বাড়ী পর্যন্ত বরাদ্দ ২.১৪৬৩৫ মেঃ টন চাল, ধর্মপুর পূর্ব গ্রাম খেলার মাঠ মেরামত করণের জন্য বরাদ্দ ২.০০ মেঃ টন গম, ধর্মপুর গ্রামের সোবান মিয়ার বাড়ী হতে ঈদগা মাঠ পর্যন্ত মাটির কাজের বরাদ্দ ২.০০ মেঃ টন চাল,সাতাউক গ্রামের মেজরের বাড়ীর সামন হতে ব্রিজ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ১ লাখ টাকা। বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের খেলু মিয়ার বাড়ীর পাশ থেকে কুমার বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ২.৮০০ মেঃটন গম, চন্দ্রপুর দক্ষিণ হাটি ডুবার পাড় হতে আতাউর রহমানের জমি পর্যন্ত রাস্তার বরাদ্দ ৩.৩০০ মেঃ টন গম, বামৈ ইউনিয়নের নোয়াগাও নাছির মিয়ার বাড়ী হতে আমীর উল্লার বাড়ী পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন ও বামৈ বউ বাজার মক্তব হতে কালভার্ট পর্যন্ত ড্রেইন নির্মাণের জন্য বরাদ্দ নগদ ১ লাখ ৮৭ হাজার  ৭৩৮ টাকা,বামৈ পূর্ব গ্রাম শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য ২.৩৪৪ মেঃ টন চাল ও করাব ইউনিয়নের গুনিপুর হরিণা কোণা রাস্তার ছোয়াব মিয়ার বাড়ীর উত্তর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়নের বরাদ্দ ২.১০০ মেঃ টন গম ও গুনিপুর হরিণা কোণা রাস্তার সেলু মিয়ার বাড়ীর উত্তর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়নের জন্য বরাদ্দ ২.১০০ মেঃ টন চাল প্রকল্প কমিটির সভাপতিদের কে প্রকল্পের কাজ যথা সময়ে করার কথা তাকলেও তা বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়াও বিভিন্ন প্রকল্প কমিটি তালিকা দৃষ্টে দেখা গেছে বিভিন্ন অসঙ্গতি। কোন তালিকায় একজন ঈমাম, একজন শিক্ষক প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার বিধান থাকা সত্বেও এই নির্দেশনা মানছন না প্রকল্পের সভাপতি। আরো অসঙ্গতি পাওয়া গেছে কমিটির অন্তর্ভুক্ত কোন কোন  সদস্যের  স্বাক্ষর জাল করে তালিকা তৈরী করে সাবমিট করেছে।
এ ব্যপারে বামৈ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার অরনজিত দাশের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পানির কারনে করতে পারি নাই তবে বামৈ বউ বাজারে ড্রেনের কাজ করেছি। আমি সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০-৬০ ফুট পরিমাণ ড্রেনের কাজ করা হয়েছে।
এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়নের মেম্বার আলী রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান পানির কারনে কাজ করতে পারি নাই। এ বিষয়ে বুল্লা ইউনিয়নের মহিলা মেম্বার শিরীন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান পানির কারনে কাজ করা সম্ভব হয়নি। মোড়াকরি ইউনিয়নের মেম্বার হিরাই মিয়ার সাথে যোগাযোগ করে প্রকল্পের কাজ কেন করা হয়নি জানতে চাইলে তিনি জানান, অল্প কিছু পানির কারনে মাটি সংগ্রহ করতে না পারায় প্রকল্পের কাজ করতে পারি নাই।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে একান্ত সাক্ষাৎকার কালে তিনি জানান, যদি প্রকল্পের সভাপতিরা কাজ করে না থাকে তা হলে প্রকল্পের সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং আমি আজই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এ বিষয়ে প্রকল্পের সভাপতিদের কে কারন দর্শানোর জন্য বলে দিব।
এ বিষয়ে লাখাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম  রাকিবের সাথে একান্ত সাক্ষাৎকার কালে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রকল্পের সভাপতিগন কে বার বার তাগিদ দেয়া সত্বেও তারা কাজ করে নাই সে কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন প্রকল্পের সভাপতিগন কে শোকজ করতে। আপনার বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক একজন  জনপ্রতিনিধির অভিযোগ আপনি প্রকল্পের কাজের বিপরীতে ১০% কমিশন দিতে হয়, এ ব্যাপারে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি  জানান এ সব অভিযোগ মিথ্যা।