ফেসবুক ও বিকাশ প্রতারণা রোধে তরুণ উদ্ভাবক
তথ্যপ্রযুক্তির অন্ধকারে আলোর পথপ্রদর্শক: মাইনুল উল হাসান শুভ

ডিজিটাল দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল যুগে সাইবার অপরাধের ভয়াবহতা দিন দিন বাড়ছে। ফেসবুক আইডি হ্যাক, বিকাশ-নগদ প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি বা ওয়েবসাইট হ্যাকিং— প্রতিদিনই মানুষ ঝুঁকির মুখে।
এই ভয়াল বাস্তবতায় ফরিদগঞ্জের কৃতিসন্তান, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মাইনুল উল হাসান শুভ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শৈশব থেকেই প্রযুক্তিতে আগ্রহী শুভ আজ দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।
শুভ ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরিশ্রম ও অদম্য প্রচেষ্টায় তিনি হয়ে উঠেছেন সাইবার নিরাপত্তার নায়ক। বর্তমানে তিনি যুক্ত আছেন দেশের জনপ্রিয় সাইবার প্ল্যাটফর্ম ‘সাইবার ডিফেন্স’ এবং প্রশাসনের সাইবার সিকিউরিটি ইউনিটে, যেখানে ফেসবুক হ্যাক হোক, বিকাশ-নগদ প্রতারণা হোক বা নিউজ পোর্টাল হ্যাকিং, মানুষের বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন।
শুভ বলেন, “প্রথমে শখের বসে শেখা শুরু করি, আজ সেটাই আমার পেশা। আমার স্বপ্ন, ফরিদগঞ্জসহ বাংলাদেশের তরুণরা যেন ডিজিটাল নিরাপত্তায় দক্ষ হয়ে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারে। কেউ শিখতে চাইলে আমি সবসময় পাশে থাকব।”
শুভের কর্মযজ্ঞ পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশিদের গর্বিত করেছে। তার কাছে শিখতে আগ্রহী তরুণদের জন্য তিনি নিঃসন্দেহে পথপ্রদর্শক। প্রযুক্তির অপব্যবহার যখন সমাজকে হুমকির মুখে ফেলছে, তখন তার মতো তরুণরা এক আলোর দিশারী।



















