সৈয়দপুর প্রিমিয়ার লিগ সিজন-৬ এর নিলাম সম্পন্ন, খেলা শুরু ৩১ জানুয়ারি

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে সৈয়দপুর প্রিমিয়ার লিগ (এসপিএল)-২০২৬, সিজন-৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফিতা কেটে খেলোয়াড় নিলামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আশরাফ ঢালী।
রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে এবং সৈয়দপুর প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির পরিচালক মো. মজনু শেখ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর মাহমুদ রাজন, বাগেরহাট সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গোলজার আলী, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আরিফ শেখ, চুলকাটি বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুকা গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাকিম বিশ্বাস, কুদ্দুস হাজরা, মো. টুকুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
নিলাম অনুষ্ঠানে নিবন্ধনকৃত প্রায় ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, সৈয়দপুর প্রিমিয়ার লিগ সিজন-৬ এর উদ্বোধনী ম্যাচ আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে এবারের টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা উঠবে।



















