দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে নূরুল ইসলাম বুলবুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–এ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর দলীয় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে প্রতীক তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. নূরুল ইসলাম বুলবুলকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ শুরু করবেন।



















