আসন সমঝোতা হয়নি, তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে
ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার সুযোগ নেই: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার কোনো সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে।”
শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, “শুরুর প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন না আসায় বাকি ৪৭ আসন একক প্রার্থীর ভিত্তিতে বণ্টন হবে। যে দলের প্রার্থী শক্তিশালী মনে হবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে।”
মামুনুল হক আরও বলেন, সমঝোতা হওয়া আসনগুলোতে এক দলই প্রার্থী রাখবে এবং বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। এছাড়া, নির্বাচনে ইসলামী আন্দোলনের অনুপস্থিতি খুব বেশি প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, শরিয়াহ আইন একদিনেই বাস্তবায়ন সম্ভব নয়, এবং জামায়াত আমিরের বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। শেষ পর্যন্ত নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে আহ্বান জানান তিনি।




















