মানুষের পাশে দাড়ানোর ৪ বছর
মানবিক সংগঠন সেইভ লাইফ ডোনেট সোসাইটির ৪র্থ বার্ষিক উদযাপন

মানবিক ও সামাজিক সেবায় অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ডোনেট সোসাইটির ৪র্থ বার্ষিক উদযাপন অনুষ্ঠান শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ টাউন হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় টাউন হল প্রাঙ্গণ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সংগঠনের গত এক বছরের মানবিক কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেতু, শিক্ষক সাইফুল ইসলাম সাইফ, যুবদল নেতা নাসির আহমেদ শামীম, শামীম আহমেদ শামীমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবন রক্ষা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই সেইভ লাইফ ডোনেট সোসাইটির মূল উদ্দেশ্য। রক্তদান কার্যক্রম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা প্রদান এবং দুর্যোগকালীন সহায়তায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখা অথিতি ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেইভ লাইফ ডোনেট সোসাইটির ৪র্থ বার্ষিক উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।























