খুলনায় ড্যাপস হসপিটাল থেকে নবজাতক চুরি, পুলিশের তদন্ত শুরু
খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলা থেকে নবজাতকটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, মোংলা থেকে আসা দম্পতি সুজন ও ফারজানা চার দিন আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন। সোমবার দুপুরে হঠাৎ করেই নবজাতকটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের এক নারী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তাতে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে একটি শিশুকে কাপড়ে ঢেকে নিয়ে যাচ্ছেন। তবে শিশুটি সুজন-ফারজানা দম্পতির নবজাতক কিনা তা স্পষ্ট নয়।
নবজাতকের আত্মীয়স্বজন অভিযোগ করে বলেন, তাদের সন্দেহের তীর ওই নারীর দিকেই। তারা প্রশাসনের কাছে শিশুটিকে দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।