তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান ড. ফরিদের
বাগেরহাটে এক পথ সভায় বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, “সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারপ্রধান নানাভাবে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের গোপন ও প্রকাশ্য মদদদাতাদের থেকে সাবধান থাকতে হবে।”
ড. ফরিদ আরো বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংহত করতে হবে। দেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে রাখতে হবে। সবার প্রতি সমান সম্মান ও মানবিক মর্যাদা প্রদর্শন করতে হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া দলকে শক্তিশালী করতে আমি গত ১৫ বছর কাজ করছি। মানুষের আস্থা অর্জন করতে হলে মানুষের কাছে যেতে হবে, সেবা করতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তার দায় দল নেবে না।”
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার খেয়াঘাট চত্বরে আয়োজিত এই পথ সভার সভাপতিত্ব করেন সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, সদ্য সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল প্রমুখ।