সুন্দরবনে ডাকাত বাহিনীর ২ সহযোগী আটকসহ ৯ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড
সুন্দরবনের অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সেই সঙ্গে তাদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনী সুন্দরবনের আদাছগি এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি দেশীয় অস্ত্রসহ ২ জন সহযোগীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ১২ সেপ্টেম্বর রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃতরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে, নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)। তারা বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলো।
লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত বলেন, “উদ্ধার জেলে, আটক ডাকাত এবং জব্দকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”