সুন্দরবন রক্ষায় প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে রামপালে অভিজ্ঞতা বিনিময় সভা
বাগেরহাটের রামপালে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধে করণীয় বিষয়ক এক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের প্রতিনিধি খন্দকার জিলানী হোসেন এবং সঞ্চালনা করেন ইয়ুথ ফোরামের এম. আর. সিফাত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, সহসভাপতি আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ও শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের গর্বের ধন এবং প্রাকৃতিক রক্ষাকবচ। এ বনকে দূষণমুক্ত রাখা এখন সময়ের দাবি। প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমাতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনিক কঠোরতা জরুরি।
সভায় ইয়ুথ গ্রুপের সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সকলে সুন্দরবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।