ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর ও লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মোহনপুর বাজারে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের দোকানঘর ভাঙচুর এবং মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর বুধবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক ও তার সহযোগীরা (ফরহাদ, সাচ্ছু, নাজমুল, হৃদয়, রুমা, লুত্ফা, ময়না, আসমা, আমরিনা) মোহনপুর বাজারে একটি মুদি দোকান ভেঙে নতুন ঘর নির্মাণ করেন এবং দোকানের সব মালামাল লুট করে নিয়ে যান। দোকানটি প্রায় দশ বছর ধরে কবির হোসেন ভাড়া চালাতেন। ভুক্তভোগী খেলু মিয়া জানান, তাদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে দোকানঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করা হয়েছে।
খেলু মিয়া আরও জানান, মোহনপুর মৌজার জেএল নং ৩৮, বিএস ৬১৮ নং দাগে তাদের ৭ শতাংশ জমি রয়েছে। তারা সরকারি খাজনা পরিশোধ করে নিজের নামে জমা খারিজ করিয়েছেন। কিন্তু ভূমি দস্যুরা দীর্ঘদিন ধরে তাদের মালিকানায় থাকা জমিতে দখল করার চেষ্টা করছিল।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য অহিদ মিয়া জানান, উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এ এস আই আশরাফ বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।