হবিগঞ্জে চোর চক্রের হোতা ‘চশমা তারেক’ যৌথবাহিনীর হাতে আটক
হবিগঞ্জ শহর থেকে আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’ (৩২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সোপর্দ করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায়।
গ্রেপ্তারকৃত চশমা তারেক হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আ: রহমান মিয়ার ছেলে। তিনি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, তারেকের চশমার দোকান হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চশমা ব্যবসার আড়ালে গড়ে তোলা হয় গাড়ি চোর চক্রের সিন্ডিকেট। তারেক দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষিত চোর চক্র পরিচালনা করেন এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।
তবে, তারেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় জি.আর ২২৮/২৪ হবি: মামলার ৯ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।