খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতীকী প্রতিবাদ
খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত চালুর দাবিতে সড়কের মাঝে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। এসময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড প্রদর্শন করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রূপসা সেতুর পশ্চিম পাশে শিপইয়ার্ড সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
বক্তারা অভিযোগ করে বলেন, রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী (রহ.) সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ শিপইয়ার্ড সড়কটি দীর্ঘদিন ধরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় ১২ বছর ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
তারা বলেন, সড়ক নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে কাজ অসম্পূর্ণ থেকে যায়। নিম্নমানের কাজ এবং ধীরগতির কারণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ পরবর্তীতে প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি। প্রকল্পে এত ব্যর্থতার পরও কেন প্রায় ৭০ কোটি টাকা পরিশোধ করা হলো- এমন প্রশ্নও তোলেন বক্তারা।
বক্তারা অবিলম্বে দায়ীদের বিচারের আওতায় আনা এবং শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাও করার হুমকি দেন তারা।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।