শহিদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত জেলা প্রশাসক
খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি কর্মসূচির অংশ হিসেবে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
পরে জেলা প্রশাসক শহিদ সাকিব রায়হানের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন।