সুনামগঞ্জে মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পিইডিপি-৪ এর আওতায় নির্মিত এ ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর না হয়ে জীবনমুখী শিক্ষা অর্জনের পরামর্শ দেন।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সন্তানদের বোঝাবেন যে, মোবাইল দেখা ভালো নয়। বাচ্চারা আপনাদের অনুসরণ করে। তাই আপনারাই তাদের কাছে প্রকৃত আদর্শ। তারা যেন চলার পথে শিষ্টাচার, নিরাপত্তা ও গুড টাচ-বেড টাচ বিষয়ে সচেতন হয়, সে শিক্ষা আপনারা দেবেন।”
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আনোয়ার রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস এবং সহকারী এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস। বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি শহীদুল হক সরকারও আলোচনায় অংশ নেন।
প্রধান শিক্ষক শারমিন জাহান মনিরা স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেকশানা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে ইউএনও সুলতানা জেরিন বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের মতামত গ্রহণ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন।