হবিগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা ১০৩০০ হেক্টর, কৃষি কর্মকর্তার আশাবাদ
হবিগঞ্জ জেলার সদর উপজেলায় রোপা আমন ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে চলছে ধানের জমি প্রস্তুত ও চারা রোপণের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, ভাটি এলাকার তুলনায় সদর উপজেলার অবস্থান কিছুটা উঁচু হওয়ায় কৃষকেরা যথাসময়ে চারা রোপণ শুরু করেছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, লুকড়া, রিচি, রাজিউরারাসহ বিভিন্ন ইউনিয়নে কৃষকেরা তাদের জমিতে চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন।
কৃষকদের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলায় ৩ ফসলী জমি বেশি থাকায় ধানের পাশাপাশি মৌসুমি শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন করেন তারা।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম জানান, গত বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ১০,২৮৫ হেক্টর। এ বছর তা বাড়িয়ে ধরা হয়েছে ১০,৩০০ হেক্টর জমি। একই সঙ্গে ৫১৫.২ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। কৃষক গ্রুপের প্রদর্শনীর জন্য ইতোমধ্যে বিনামূল্যে সার, বীজ, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের জমি চাষ, কীটনাশক ব্যবহার ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর রোপা আমনের উৎপাদন আরও ভালো হবে।”