রাজশাহীতে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, রামেক হাসপাতালে সতর্কতা জারি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ও সকালে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুইজন রোগীর মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের ২৫ বছর বয়সী মো. আইয়ুব এবং অপরজন রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার ৫৫ বছর বয়সী রাফিয়া বেগম।
হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফিয়া ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়। রাফিয়া ভোররাত সাড়ে ৪টায় মারা যান, আর আইয়ুব মারা যান সকাল ৭টা ৪০ মিনিটে।
চলতি বছরের এই ঘটনার মাধ্যমে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।