ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “বাংলাদেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে।”

তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে প্রতিটি শিল্পই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুরোনো প্রযুক্তি ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে এবং নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়ছে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) এ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারলে শিল্পটি আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খুলনার শিরোমনিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে কমিউনিকেশনসহ বিভিন্ন খাতে অন্তত ৫ লাখ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র দেড় লাখ কিলোমিটার। এরও ৭৫ শতাংশ ওভারহেড নেটওয়ার্ক, যা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। তাই নেটওয়ার্ককে মাটির নিচ দিয়ে নেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের পুরোনো ক্যাবল নেটওয়ার্ককে আধুনিকায়নের আওতায় আনতে হবে।

তিনি বলেন, “ফাইবার অপটিক শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন জরুরি। এতে পণ্যের ব্র্যান্ডভ্যালু বাড়বে এবং নতুন বাজার সৃষ্টি হবে।”

সভায় জানানো হয়, বাকেশি ১৯৭২ সাল থেকে টেলিকম কপার ক্যাবল উৎপাদন করছে। ২০১০ সাল থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সাল থেকে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সাল থেকে ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদন শুরু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হলো- ৫০ হাজার কন্ডাক্টর কিলোমিটার টেলিকম ক্যাবল, ২৫ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, ৬ হাজার ৫০০ কিলোমিটার এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ৬০০ মেট্রিক টন ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, বাকেশির কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব টেলিকম বাংলাদেশ খুলনা বিভাগীয় অফিস, বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল অফিস এবং বিটিসিএল খুলনা অফিস ঘুরে দেখেন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট সময় ০১:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “বাংলাদেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে।”

তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে প্রতিটি শিল্পই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুরোনো প্রযুক্তি ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে এবং নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়ছে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) এ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারলে শিল্পটি আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খুলনার শিরোমনিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে কমিউনিকেশনসহ বিভিন্ন খাতে অন্তত ৫ লাখ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র দেড় লাখ কিলোমিটার। এরও ৭৫ শতাংশ ওভারহেড নেটওয়ার্ক, যা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। তাই নেটওয়ার্ককে মাটির নিচ দিয়ে নেওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের পুরোনো ক্যাবল নেটওয়ার্ককে আধুনিকায়নের আওতায় আনতে হবে।

তিনি বলেন, “ফাইবার অপটিক শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন জরুরি। এতে পণ্যের ব্র্যান্ডভ্যালু বাড়বে এবং নতুন বাজার সৃষ্টি হবে।”

সভায় জানানো হয়, বাকেশি ১৯৭২ সাল থেকে টেলিকম কপার ক্যাবল উৎপাদন করছে। ২০১০ সাল থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সাল থেকে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সাল থেকে ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদন শুরু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হলো- ৫০ হাজার কন্ডাক্টর কিলোমিটার টেলিকম ক্যাবল, ২৫ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, ৬ হাজার ৫০০ কিলোমিটার এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ৬০০ মেট্রিক টন ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, বাকেশির কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব টেলিকম বাংলাদেশ খুলনা বিভাগীয় অফিস, বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল অফিস এবং বিটিসিএল খুলনা অফিস ঘুরে দেখেন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।