কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর হোসেন খুলনার শিরোমনি নুরজাহান টাওয়ারের অস্থায়ী ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (BAUST) খুলনা পরিদর্শন করেছেন।
গতকাল (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ভূঁইয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কেডিএ চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর বিভিন্ন ফ্যাকাল্টির আধুনিক ল্যাব, প্রসিদ্ধ লাইব্রেরি, ক্লাসরুম ও অডিটোরিয়াম ঘুরে দেখেন।
ভ্রমণকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে এই ধরনের প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো: আব্দুল হান্নানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।