সতেরো বছর পর আদালতের রায়ে ভূমি ফিরে পেলেন শামসুল ইসলাম
দীর্ঘ সতেরো বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে দখলকৃত ভূমি ফিরে পেলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের মো. শামসুল ইসলাম রাজা (৬৫)। সোমবার (১৮ আগস্ট) দুপুরে আদালতের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তার কাছে ভূমির দখল সমঝে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দখলে থাকা ব্যক্তি, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শান্তিগঞ্জ থানা পুলিশ। বাদী পরিবার আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে স্বস্তি প্রকাশ করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দখল সমঝানোর কার্যক্রম চলে। এতে অংশ নেন নাজির মো. শিপন মিয়া, সিভিল কোর্ট কমিশনার মো. রফিকুল ইসলাম, প্রসেস সার্ভার ইমন জয় ও সহকারী রঞ্জন সরকার।
নাজির মো. শিপন মিয়া জানান, স্বত্ব মোকদ্দমা নং ৬৮/২০০৯ থেকে শুরু করে আপিল মোকদ্দমা ১২৬/২০২৩ এবং সর্বশেষ স্বত্ব জারি মোকদ্দমা ১/২০২৩ এর ভিত্তিতে আদালতের নির্দেশে ভূমি সমঝানো হয়েছে।
সিভিল কোর্ট কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সরেজমিন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে ছিল এবং উভয় পক্ষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভূমি সমঝানো সম্ভব হয়েছে।
বাদী পক্ষের শামসুল ইসলামের বোন জুমেন বেগম বলেন, “আমরা আমাদের জায়গা ফিরে পেয়ে খুশি। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।”
দখলদার আসাদ মিয়া স্বীকার করে বলেন, তিনি আদালতের রায়ে সন্তুষ্ট এবং আগামী বৃহস্পতিবার নিজ খরচে নির্মিত দোকানঘর সরিয়ে নেবেন।
পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আদালতের রায় বাস্তবায়নে আমরা সবাই সহযোগিতা করেছি। ভবিষ্যতেও শান্তি-শৃঙ্খলা মেনে মিলেমিশে থাকতে চাই।”