রাজশাহীতে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ, ব্যবসায়ীদের জরিমানা
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-৫ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে সর্বমোট ৪,৩৯০ কেজি পলিথিন ব্যাগ এবং ১,৫৫০ কেজি কাঁচামাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়।
অভিযানে পলিথিন মজুদ ও বিপণনের অপরাধে ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালত নিম্নরূপ জরিমানা করে। বি.এন স্টোরের মালিক মো. আকবর আলীকে (৫৫) ২০,০০০ টাকা জরিমানা, রক্তিম ওয়ান টাইম এর মালিক মো. সারজিল আরিফকে ২০,০০০ টাকা জরিমানা, শহিদ স্টোরের মালিক মো. শহিদকে ১০,০০০ টাকা জরিমানা, কোর্ট মার্কেটের মালিক মো. বেলালকে ২০,০০০ টাকা জরিমানা এবং শুভ প্যাকেজিং এর মালিক মো. নুরুল ইসলাম – ২০,০০০ টাকা জরিমানা
মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯০ হাজার টাকা।
র্যাব-৫ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকার পরিবেশের মারাত্মক ক্ষতির কারণে পলিথিন ব্যাগ উৎপাদন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে। কিন্তু এখনো বিভিন্ন স্থানে গোপনে পলিথিন মজুদ ও বিক্রি চলছে।