জামালপুরে বিএনপি নেতার চাঁদাবাজির অডিও ফাঁস
জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এর স্বীকারোক্তিমূলক একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত বিভিন্ন ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে অডিওটি ভাইরাল হলে উপজেলা ছাড়িয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
৬ মিনিট ১০ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করছেন বিএনপি নেতা সোহেল। কথোপকথনে তিনি দাবি করেন, ডিআইজির নাম ব্যবহার করেই টাকা নিয়েছেন। এমনকি প্রতি মাসে নিয়মিত অর্থপ্রদান ও বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে টাকা নেওয়ার প্রসঙ্গও উঠে আসে।
অডিওতে সোহেলকে বলতে শোনা যায়, “আমি পৌর বিএনপির সেক্রেটারি, আর ডিআইজির বইনতা আমি খাব না তাইলে কেরা খাব।”
এমন বক্তব্যে উপস্থিত অন্যরা বিস্ময় প্রকাশ করলেও সোহেল ক্ষমতা থাকার কারণে এ কাজ করেছেন বলে মন্তব্য করেন।
অডিও ফাঁস হওয়ার পর সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ তদন্ত করে তাকে দল থেকে বহিষ্কার এবং আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল সাংবাদিকদের বলেন, “আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব প্রশ্ন করা হয়েছে। আমি কখনো চাঁদাবাজি বা দুর্নীতি করিনি। তদন্ত করলে সবকিছু স্পষ্ট হবে।”
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে যেই হোক, আইনের আওতায় আনা হবে।”
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাভুল খান বলেন, “এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।”