খুলনার রূপসায় ঋণ না পেয়ে ব্যাংক লুট, আদালতে স্বীকারোক্তি দিলেন ইউনুস
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখায় চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনায় মূল হোতা ইউনুস শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দেনার দায়ে জর্জরিত হয়ে ঋণ না পেয়ে ব্যাংক লুটের সিদ্ধান্ত নেন তিনি।
শুক্রবার ভোর ৬টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংক ছেড়ে গেলে ইউনুস শেখ তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। রবিবার ভোর রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের চতুর্থ তলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ব্যাংকের ওপরের তলায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং নিচতলায় লেদ ওয়ার্কশপ চালাতেন।
আজ (১৯ আগস্ট) ইউনুস শেখকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রূপসার আমলী আদালতের বিচারক অনন্যা রায় তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউনুস শেখ জানান, ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় ক্ষোভে তিনি লুটের পরিকল্পনা করেন। ভোরে ব্যাংকের প্রহরী না থাকায় নিচতলার ওয়ার্কশপ থেকে গ্রাইন্ডিং মেশিন এনে কলাপসিবল দরজার তালা কাটেন। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে ভল্ট ভেঙে ২০ ও ৫০ টাকার নোট নিয়ে নিজের বাসায় লুকিয়ে রাখেন। পরে আবার দুপুরে ব্যাংকে ঢুকে ৫০০ ও ১০০০ টাকার নোট সংগ্রহ করে আলাদা ঘরে রাখেন।
প্রথম ধাপে নেওয়া টাকাগুলো তিনি চালের দোকান, মুদি দোকান ও বিভিন্ন সমিতির দেনা পরিশোধে ব্যয় করেন। গ্রেপ্তার এড়াতে হাতে মোজা ও মুখে পলিথিন ব্যবহার করেন তিনি। তবে সিসিটিভি ফুটেজে তার দেহাবয়ব দেখে পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত ইউনুস শেখ পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংক লুটের বিষয়টি স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।