খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা
খুলনায় ভেজাল ও নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রয়েল মোড় শাখায় অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক মো: সেলিম জানান, দীর্ঘদিন ধরে লাজ ফার্মা একটি ওষুধ ফিলিপাইনে উৎপাদিত বলে বিক্রি করলেও তা আসলে বাংলাদেশের ঝিনাইদহের হেলথ কেয়ার নামে একটি ভুয়া প্রতিষ্ঠান তৈরি করছিল।
গত মে মাসে লাজ ফার্মার মজিদ স্মরনি রোড, সোনাডাঙ্গা শাখা-তে অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের পরিপ্রেক্ষিতে আজ রোজেল মোড় শাখায় নতুন অভিযান চালিয়ে চক্রটিকে উপস্থিত করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উপ পরিচালক মো: সেলিম আরও জানান, এই অভিযান ভেজাল ও নকল ওষুধ চক্রের বিরুদ্ধে পরিচালিত এবং এর মাধ্যমে জনসাধারণের স্বার্থ রক্ষা করা হচ্ছে।