জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ সম্মেলন বাতিলের দাবিতে মানববন্ধন
জামালপুরে জেলা বিএনপির একাংশের উদ্যোগে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মূল দাবি ছিল মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির অধীনে পরিচালিত অবৈধ সম্মেলন বাতিল করা।
মানববন্ধন ও মিছিলের নেতৃত্ব দেন সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও জেডসিএফ নেতৃবৃন্দ, যেমন, জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন হৃদয়, জেলা শ্রমিকদলের নেতা সুলতান মিয়া, জেলা তারেক রহমান যুব পরিষদ সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, জেডসিএফ জেলা ও শহর শাখার বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নেতা, জেলা আইন ছাত্রফোরাম সভাপতি জুনায়েদ, সদর থানা, ৫নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতারা বলেন, অবৈধ সম্মেলন জেলা বিএনপির ঐতিহ্য ও সাংগঠনিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর। তারা কমিশন ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে, যাতে বৈধ ও স্বচ্ছভাবে সম্মেলন পরিচালনা করা হয়।
এ কর্মসূচি জামালপুরে বিএনপির রাজনৈতিক ঐক্য ও যুব নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন ঘটিয়েছে।